ধরিত্রী তব উষ্ণ বক্ষে
ফেনাইয়া উঠে তপ্ত লালস।
তিষ্ঠ, আগ্রাসী দেবী।
পূজার ছলে কেন যাচ
বেশ্যা মৃত্তিকার নৈবেদ্য?
ক্ষান্ত হও। কোথা পাই
নিশ্চিন্ত মাতৃক্রোড়,
যেথা উদ্গীরন দুর্বার!
দুর্বলেরে শক্তি দাও
ধূর্জটি বহিবার।
সর্পিনীভুক কলাপ সাজায়
বোধি বারিধারায় স্নাত।
উত্তপ্ত ধরিত্রীক্রোড়ে
দ্বিষ্ট শান্তি আগত।