জানি না কী যে খুঁজি,
তোমার উথাল বুকে!
কোন টানে ছুটে যাই,
সরল তরল সুখে__
আনমনে যাই ডুবে...
চেনো! নাকি চেনো না
হয়নি তো জানাশোনা,
তবুও জড়িয়ে গেছো
দরাজ অতল বুকে ।


বোঝো! নাকি বোঝো না,
জানো! নাকি জানো না __
কত ব্যথা শীতল হয়
তোমার গভীরে__
খুঁজে পায় জীবনের মুক্তি!
চিরন্তন এ কাহিনী!
তবু বলে যাই ___
আমি যে তোমার সেই
চিরকালের চেনা নদী!