মিলছে না কিছুতেই অঙ্কটা।
ঘেমে উঠলাম শেষে।
তবে কি অঙ্কটাই ভুল? নাকি
গনিতবিদের শাস্ত্রটা!
পাতায় পর পাতা গেল ফুরিয়ে।
(তবু) মিলল না সমাধান।
পৃথিবী বড় সুন্দর ছিল তখন।
ভেবেছিলাম এই তো স্বর্গ। সুখরাজ্য।
চারিদিকে শুধু রঙিনের ছড়াছড়ি...
মনে তখন তাই রঙিন স্বপ্ন।
আর আজ?...


তবে কি হবো না সফল (!)
পড়ে থাকব সেই আদিম যুগের মত
কুয়াশা ভরা অন্ধকারে?
না, তো, সেই আদিম যুগও ছিল সুন্দর।
হয়তো তখন কোনও বড় গনিতবিদ
ছিল না।
ছিল না কঠিন অঙ্কও।
তবু তারাও অঙ্ক কষত জীবনের।
তবে আমি কেন হারব?
জানি, অঙ্ক আমার মিলবেই।
তবে কতদিনে....!!!
                                                            ***কবিতাটি ১৯৭৬ সালে লেখা।