নিঝুম নিশুত রাত....
পায়ের ঘুঙুর খুলে চুপিচুপি,
আঙিনায় এসে দাঁড়াল যখন
রক্তজবা,
বড় সাধ হ'ল চোখ খুলে তাকাবার।
কিন্তু বড় আলসেমি লাগলো।
আধবোজা চোখ খুলতে পারল না
কিছুতেই।
চোখে তার বড্ড ঘুম জড়িয়ে!
মল্লিকা চামেলির বনে তখন উৎসব।


ভোরের আলোয় মল্লিকা যখন
তার ছটফটে সাদা সাদা হাত নেড়ে
রাতের গল্প শোনায়__
রক্তজবার খুব হিংসে হয়।
খুব ইচ্ছে করে এক রাত জেগে থাকার।
কিন্তু...
কোথা থেকে যে এতো ঘুম আসে!!
রাত হলেই..


দেখা হয়ে ওঠে না আর,
রাতের মাদকতা আর
নীরব মোহময় রূপ,
অপ-রূপ!!!