দিতে চেয়েছিল শ্রম।
স্বভুমি দেয়নি
খুঁটে খাওয়ার দানা...
ওরা চলে গেল,
স্বদেশের নানা কোণে!

আজ বিতাড়িত...

রোগ ও খিদে নিয়ে
ফিরতেই হলো
যেখানে নাড়ির যোগ...
নাম নিতে হলো
"পরিযায়ী" !!!

কেন? কেন?

আপন দেশের পাখি
আপন দেশেই
আবার "পরিযায়ী" !!!