প্রাপ্তির সমাপ্তি নেই; সত্য!
অসমাপ্তি তাই জীবনভর!

সমাপ্ত হয় না কোনো ভাবনা,
কোনো প্রতিশ্রুতি,
জীবনের চাওয়া পাওয়া,
কোনো প্রতিবাদ!

অসমাপ্ত কাজ রয়ে যায়__
বয়ে যায় কর্মক্ষেত্রে, বিপ্লবে॥

একদিন কথা ছিল __
ভালবাসায় সারা হবে জীবন।
মরীচিকা বাঁচে __
শেষ হয় না মরুভূমি!

সমাপ্ত হয় না অভাবীর খিদে,
পাওনাদারের লালসা!

অসমাপ্ত এই পথ চাওয়া।
কাঁটাতার একটা পেরোলেও
সামনে এসে দাঁড়ায়
আর এক অসমাপ্ত জিজ্ঞাসা!

শিক্ষায়, সংস্কৃতিতে __
পারিবারিক মুক্তিতে অসমাপ্তি!

অসমাপ্তি নিয়ে
তুমি আমি বাঁচি, নানা আছিলায়
যুগ যুগ ধরে___
অসমাপ্ত যত জীবন সংলাপে!

অসমাপ্তি নিয়েই
বেঁচে থাকে শূন্য এই মহাকাশ...