ফুল ফোটা দেখা মালীর অভ্যেস।
এমন কী ফুল ঝরাও...
স্বপ্নে কিম্বা সত্যে ভালবাসা ছুঁয়ে দেখো ...
এটা তোমার অভ্যেস।
যখন ভালবাসা ভেঙে যাবে,
আর কোনো হেলদোল থাকবে না।
আসলে সেটাও আস্তে আস্তে অভ্যেসে ...
ঠিক যেন মালীটির মতোই..