পড়ন্ত বিকেল যখন রাতের অপেক্ষায়,
তার সাথে দেখা হ'ল নদীর কিনারায়।
দুজনেই সুখ খোঁজে এসে বেলাশেষে।
কে জানে কি হলো, মনে মন দিলো শেষে!


বৃথাই এতদিন, ফিরে ফিরে  সুখ খোঁজা।
ভুলে ভরা অতীতকে মোছা, নয় খুব  সোজা।
ক্রমে রাত গাঢ় হলে শুকতারা হেসে বলে,
এই বেশ ভালো হ'ল, অবশেষে সুখ পেলে।


মান অভিমান পালা, চলে প্রভাতের মত।
চোখ বুজে ভুলে যায় জীবনের ক্ষত যত।
ঠিকানাটা না খুঁজেই, তীরে বাঁধা তরী খুলে,
জীবনের শেষে এসে ভাসল যে নদী-জলে।