বয়ে যায় মিনিট ঘন্টা বছর।
তুই বলেছিলি
সমুদ্রের মতো গভীরতা আমার চোখে।
তুই বলেছিলি
আমার খোলা চুলে বাদামী ঝর্না নামে।
অনেকটা পথ আমরা হেঁটেছি
পড়ন্ত বিকেলে,
ঘুম পাওয়া সূর্যটার কাছ ঘেঁষে।
আমাদের ছায়া দুটো
দীর্ঘ হয় খোলা মাঠটার শেষে।
তুই বলেছিলি
চলার জন্য একটাই পথ সামনে।
তুই বলেছিলি
একটাই ছবি আঁকব আমারা দুজনে।
বয়ে যায় মিনিট ঘন্টা বছর।
হাতে গোনা সম্পর্কের গ্রন্থি
একটা একটা খুলে পারাবার।
ফেলে আসা কলেজের করিডোরে
গরম রক্তের স্রোত.....
মুখোমুখি দাঁড়িয়ে
বন্ধুত্বের সীমারেখা পেরোয় সেদিন।
তুই বলেছিলি ওদিকে যাসনি
কমনরুমে ঝড় রাজনীতির।
তুই বলেছিলি
চল্ পালাই, নরেনদা নিখোঁজ।
চাপ চাপ রক্ত মাড়িয়ে
গেট পেরোলো অনেকে।
মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন আজ।
বয়ে যায় মিনিট ঘন্টা বছর।
পড়ন্ত বিকেলে উনুনের আঁচে
আমার বিষয়ের প্রথম পত্র, দ্বিতীয় পত্র।
সুস্বাদু জলখাবার নিখুঁত তৈরি।
রাত জেগে পরীক্ষার পড়া
তৈরি করার মতো নিখুঁত।
কফির কাপে দুধ চিনির শতকরা হিসেব।
তুই বলেছিলি
রঙিন কবিতা আমার আঁকা ছবি।
তুই বলেছিলি
তুই আমার, তুই আমারই হ'বি।
বয়ে যায় মিনিট ঘন্টা বছর...
আবার কি কেউ বলবে?
চল্ পালাই, নিখোঁজ হয়ে যাই।