বৃষ্টি পড়ছে পড়ুক
পা ভিজছে ভিজুক।
একটা ছাতা
দুটো মাথা
পাশাপাশি
ঘেঁষাঘেঁষি।
রোমশ বুকের উথাল পাথাল
দিয়েছে ভালোবাসার নাগাল।
একলা দুপুর
টাপুর টুপুর
ভিজে রাস্তার বৃষ্টি দুপুর।
স্কুল পালানো বেনীর কাছে
কলেজ পালিয়ে জিন্স আসে।
বলতে চায় সেই কথাটা
হয়েছে যেটা আগেও বলা।
আদিম থেকে বর্তমানে
সেই কথাটার আকর্ষণে
বর্ষা আসে
বর্ষা নামে
শহর পথে, লেকের ধারে,
গ্রামের আলে , পুকুর পাড়ে।
পথে নামে ওরা দুজন
অন্তরালে বলবে কখন।
ভালোবাসার কথার বুলি
বৃষ্টিমাখা গানের কলি।
কেউ বা বলে
কেউ বা শোনে
কেউ কথা কয় মনেমনে।
মনের কথা কেউবা পড়ে
কেউ বা কাঁদে অঝোর ঝরে।
বৃষ্টি দুপুর
ওদের দুপুর
টাপুর টুপুর বৃষ্টি পড়া।
দুজন, তবু একলা ওরা।