সারাদিন কেটে যায় সাদা সিলিং এ চোখ রেখে,
শোয়া অথবা আধশোয়া শরীরে।
ভাবলেশহীন চোখে স্বপ্নরা নামে ঝাঁক বেঁধে।
স্বপ্নরা অধরা, অধরা চিরকালই
তবু যেন মনে হয় সব সত্যি, সত্যি হবে একদিন।
কখনো দুজনে মুখোমুখি
চোখ আছে চোখে রাখা।
ভিন্ন স্বপ্ন দুজনের, তবুও
কোথাও কি মিল আছে একফোঁটা?
পঙ্গুতা শরীর থেকে মনে নামে।
স্বপ্নরা পঙ্গু হয় স্বচ্ছ সিলিং এ।
সেখানে একই ভাবে ঘুরে চলে
যান্ত্রিক হাওয়ার কল।