পৃথিবীটা বড় সুন্দর তোমাতে - আমাতে।
প্রথম পদ্মে যেদিন বসেছিল
প্রথম ভ্রমর__
বন্ধনে আবদ্ধ হলো অসমাপ্ত
রাতের বাসর,
শৃঙ্খলিত - মার্জিত ভালোলাগার সংঘাতে।।


দেবদূতের ডানা নিয়ে আমারা দুজনে
'ডেলো'তে কিংবা 'রিসপ' এ,
মেঘে ঢাকা স্বপ্নলোকে।
উড়ে যাব ভেসে যাব
মিলনের ঘূর্ণিপাকে।
ফিরে যাব ফেলে আসা কাঙ্খিত - যৌবনে।।


ঘন পাইনের বনে তোমার নীল-হাতের
তৃষিত প্রথম পরশ
আমার সিক্ত অবয়বে।
ঘ্রাণহীন সুখ নিয়ে নিবেদিত
হৃদয় যবে,
মুখোমুখি হতে শেখে বাস্তব ও অসত্যের।।


ফেলে আসা মুছে যাওয়া প্রেমের আকুতি
তোমাকে ফিরিয়ে আনে
নিঃশেষিত যৌবনে।
নির্জন সবুজ উপত্যকায়
পবিত্র চুম্বনে,
ভরে দিলে শূন্য-মরু হোক্ না তা ছল-পিরিতি।।