বন্ধ খাঁচায় রাখতে আমি
চাইনি তোকে।
তোর জন্য মুক্ত আকাশ,
ডাকছে তোকে।
তুই যে জখম, ডানায়
তোর নেইতো জোর।
দিই কি করে তোকে
একটা রঙিন ভোর!
কিন্তু, কি করব বল?
আমার যে চোখ ছল্ ছল্।
উড়তে গিয়ে মুখ থুবড়ে
পড়বি যখন,
তখন কে দেখবে বল্?
কেউ দেবে না মুখে যে তোর
একটা ফোঁটা জল।
রাস্তা থেকে কুড়িয়ে তোকে
যখন কাছে আনি।
বন্দি করে রাখতে হবে
তখন কি ছাই জানি?
ভেবেছিলাম সুস্থ হলে
উড়িয়ে দেব তোকে।
'যা কবুতর যা' তুই
মিশে যা ওই ঝাঁকে।
কিন্তু কি করব বল্?
তোর জন্য আমার চোখে জল।
বন্ধ খাঁচায় থাকতে হবে,
কপাল মন্দ তোর।
যতই করিস রাগ আজ
আমার ওপর।
খাঁচায় পাখি দেখলে
নিন্দা করে লোকে।
জানি না তুই কবে যাবি
ঐ নীল আকাশের বুকে!


**আমার ঘরে খাঁচায় বন্দি আহত এক পায়রার জন্য