সাবধান যাযাবর।
তাঁবুর ত্রিপল শত ছিন্ন,
তা দিয়ে বাঁধা যায় কি ঘর?
সুদূর প্রান্তরে, পলাশের রাগে
যে সুর বেজেছিল কোনোদিন,
আজও বাজে তা।
সাপিনীর দংশনে বিষায় পৃথ্বী!
তাঁবুর ফোকরে রেখে চোখ_
দ্যাখো প্রতিবিম্ব_
সেই ঘর, সেই ইমারত।
শক্ত পাথরের বলিষ্ঠ বেষ্টন।
সাবধান যাযাবর!!