একটা শব্দ_
ভেঙে ভেঙে পেঁজা তুলো-মেঘের মত
ভেসে ওড়ে_ আসক্তিহীন!
ঝাঁঝরির ফুটো দিয়ে
বরফ-জল ঠান্ডা হাতের মায়া
সান্ত্বনা বিদ্যুৎছটায়।
একটা ক্ষেদের আস্তরণ
পুরু হয়ে ভাঁজে ভাঁজে  
ঘন নিঃশ্বাসের গাঢ় প্রলেপে
শক্ত আঠা নাছোড়বান্দার মত
জম্পেশ হয়েও
দুর্নিবার হয়ে উঠতে
পারল না কোনোদিন।