আমি আহত, বিদ্ধস্ত,
মৃত্যু আমার শিয়রে।
আমাকে মাড়িয়ে পদাতিক চলেছে
নতুন দেশে,
নতুন জীবনের আশায়।
আমাকে ওরা দেখেও দেখছে না।
যুদ্ধ শেষের বিজয়-উল্লাস_
বিউগিলের উন্মত্ত নিনাদ_
পাশেই পড়ে আছে হেলমেটটা।
মাথায় স্পর্শ করাবার আশায়
হাত বাড়ালাম।
বাধা দিল দগদগে ক্ষতটা।
_আর কেন?
দেশ জিতেছে, কিন্তু
তুমি তো পরাজিত।
ওরা এগিয়ে গেছে অনেক দূরে।
পূবের কমলা গোলাটা ঘোষণা করল
নতুন দিনের সূচনা।
আমি চোখ বুজলাম।।


রচনাকাল_11.11.1979.