জঘন্য এক নোংরা বস্তিতে
প্রসব যন্ত্রণায় ছটফট করছি আমি।
চারিদিকে শুধু হতাশার জঞ্জাল
মৃতদেহের মত উত্তেজনাহীন।
এরই মধ্যে জন্ম হবে, আমারই
গর্ভজ একটি ছন্দের।
জানি না তা কাব্য কি না, তবে
জানি তা এক বিক্ষত শিল্প।
পুষ্টিহীন মাতৃগর্ভের জলন্ত সৃষ্টি।
হোক রুগ্ন, তবু শিশু।
মায়ের আদরের ' খোকন সোনা'।
পৃথিবীর সব শিশুর সেরা।
মুহূর্তে ছিঁড়ে গেল চিন্তার জাল,
বেরিয়ে এলো একটা
দলাপাকানো মাংস পিণ্ড।
মায়ের চোখে আনন্দাশ্রু।
জন্ম হয়েছে
এক বিকলাঙ্গ কবিতার।।