যখন চাঁদহীন কলঙ্ক রাত
হামাগুড়ি দেয় আমার দাওয়ায়,
যখন আমার রুক্ষ বিবর্ণ শাখায়
পল্লবিত হয়না নবীন কিশলয়,
তখন কোন রাত জাগা পাখি তুমি
সুরের মূর্ছনায় ভরো এ হৃদয়?
অনেক দিনের চেনা কি তুমি?
বড় যে চেনা লাগে তোমায়!


কেন গো তুমি বসলে এসে
আমার এই শ্রীহীন ভাঙা ঘরে?
বাঁচার বড় সাধ যে হয় আমার
তোমায় দেখে, আবার নতুন করে।
এ কোন্ গান শোনালে তুমি
অতলান্ত এ গভীর অমানিশায়?
যখন আমি দাঁড়িয়ে আছি
জীবনের শেষ সীমানায়।


চেয়ে ছিলে করতে সাথী আমায়,
তোমার দীর্ঘ চলার পথে।
বন্ধু, ক্লান্ত আমি, নিঃস্ব আমি,
নিও না আমায় সাথে।
নবীন তুমি, অরুণ তুমি
পথ যে তোমার অনেক বাকি।
পথের পাশে ফেলে রেখো
আমার যা সব ফাঁকি।


(শুধু) অনাহত আমার বীণাখানি
দেবো তোমার হাতে।
চলার পথে সাথী কোরো
জড়িয়ে রেখো সাথে।।