দিনের আলো অন্ধকারের দিকে
পিঠ ফিরিয়ে বিষন্ন একাকী।
তবু একা থাকার
উত্তেজনায় মশগুল।
কখন কিভাবে ফ্যাকাশে হ'ল তার মুখ
একটু একটু করে।
এগিয়ে নীরবে
তার হাতে দিল হাত।
অজান্তে দোঁহার মিলনে
হতাশার আঁকিবুকি, ক্লান্ত
নেতিয়ে পড়া লতার মতো।
দিগন্তের ক্ষীণ আলোয় আঁকা
প্রতিচ্ছবি_
_আমি কে? কে আমার?
নশ্বর, সবই নশ্বর।
মিলে মিশে একাকার।।