কলঙ্কী চাঁদটার বুক থেকে
নিংড়ানো
এক ঝলক বিষাক্ত কান্না
আছড়ে পড়ল
ন্যাড়া গাছটার নীচে।
বিশ্বাস- অবিশ্বাসের
বোঝাপড়াটায় দ্বন্দ্ব_
ঘাসের উপর ছেঁড়া ঘাসের মত।
গ্রীষ্মের সান্ধ্য বাতাসে
গাছের পাতারা যখন
থিরথির করে কাঁপে,
ন্যাড়া গাছটা তখন নিশ্চুপ।
ওর পাতা গজাবে না
কোন দিন।
কোন এক অভিশপ্ত ঝোড়ো রাতে
বজ্র অগ্নি কর্কশ হাসি
ওকে বিবস্ত্র করেছে
চিরদিনের জন্য।
তবুও পূর্ণিমার চাঁদ
নির্বিশেষে ঢেলে দিল তার
অঙ্গরাগ
ন্যাড়া গাছটার সর্বাঙ্গে।।