দরজায় কড়া নাড়ে
পুরোনো হিসেব।
আধারহীন উপোসী মন
কোণঠাসা।
দৃশ্যমান চার দেওয়াল
আর বিতংস।
শব্দ আর শব্দ, শব্দ
চারিদিকে।
বুকে তোলে ঝড়...
ঘুর্ণনে সাদা হয়
রামধনু রং।
রাতের চাদরে মোড়ে
দিনের কোলাহল?
দরজায় কড়া নাড়ে
পুরোনো হিসেব!