ঘন সবুজের পায়ে নতজানু সন্ধ্যা
যখন বিদায়ের প্রতীক্ষায়_
দূরের তারাদের উপেক্ষা করে
পূর্ণিমার চাঁদ ঝলসায়।
ওর কলঙ্কী মুখেও
অহংকারের হলুদ আলো।
পাগল করা রূপে
লজ্জা রাঙা গোধূলি
যাবার আগেই হারিয়ে গেল
হলুদ আলোর চুম্বনে।
উষ্ণ আলো নরম হ'ল
হয়ত চোখ বোজা রাতে
সঙ্গোপনে।