এক অঞ্জলি জল দিলাম
সমুদ্রের, নদীর কিংবা চোখের।
এক আকাশ মন নিয়ে
ছিনিমিনি খেলে সাদা কবুতর।
বুকে মাটির গন্ধ মেখে
কুজনে কুজনে ফেরে।
জীবনভর স্বপ্ন দেখো পাল তুলে।
লাল-নীল-হলুদ শব্দরা
ফিরে আসে মেঠো পথে,
ধান ক্ষেতে, সরষে বনে, ভিজে ঘাসে।
চোখ বুজে ছুঁয়ে যায়
পুরোনো বৃষ্টির সজীবতা।
কেন কাঁদ সমুদ্র?
নোনা জলে কেন ভেজাও
অদৃশ্য অতীত?
ভুলে যাও
আগুন জ্বলা স্বপ্ন ছবি।
ভালোবাসার ঘ্রাণ নামে
নিঃশব্দ সংলাপে।
জল নামে, জল নামে,
দুরন্ত ঝর্নার ফেনা জল।
ভেজা গন্ধ গায়ে
এনে দিলাম
এক পৃথিবী মন।