আমি এক অভিশপ্ত কাণ্ডারি।
কোথা থেকে জোয়ার আসে
প্রবল আক্রোশে
যখনই ভাসাই তরি।  
অপেক্ষারত সওয়ার
বোঝে না ব্যথা আমার,
দিতে চায় অনেক কড়ি।
ঝড়ে উড়েছে পাল,
স্রোতে ভেঙেছে হাল,
এখন আমি কী করি?
ওকে সুখী করতে মনে
চেয়েছি দিতে অন্য যানে,
(তবু) অবুঝ সওয়ার
যাবে না আমায় ছাড়ি।
আমি শুধু বলি কেঁদে_
'কেন আমায় রেখেছো বেঁধে?
তোমার আশা ডুববে যে গো
ডুবলে আমার তরি।  
আমি যে অভিশপ্ত কাণ্ডারি।