প্রেমে নাকি কবিতা আসে।
বিরহে তবে কি গান?
না জানি যখন থাকে না কিছু
কবিরা হয় কত হয়রান!
বিরহে নাকি আনন্দ আছে
বলেছিল আমার এক বন্ধু।
ভালবাসা থেকেও যদি দূরত্ব আসে
সে কি বিরহের মহাসিন্ধু?
নেই রাগ, নেই ক্ষোভ,
নেই কোনো অভিমান।
তবু সাক্ষাতে আছে বাধা
সমাজ বোঝে না টান।
ক্ষণিকের স্মৃতি বড় করে
কেউ কাঁদে, কেউ হাসে।
প্রেম যদি কারো হৃদয়ে থাকে
দূরত্বে কী যায় আসে?