(আজ আন্তর্জাতিক কবিতা দিবসে আমার নিবেদন)


ছন্দহীনা ছন্নছাড়া আমার ভাগ্যে
কেন যে ছাই কাব্য করার ইচ্ছে জাগে?
শক্ত হাতে জড়িয়ে ধরে কলমটাকে,
ইচ্ছে করে মেরেই ফেলি ইচ্ছেটাকে।
অলস মনে সাদা কাগজ সামনে নিয়ে,
চেয়ে থাকি অন্ধকারে জানলা দিয়ে।
কাব্যেরা সব অন্ধকারে জোনাক-পাখায়,
ঝিঁঝিঁর সঙ্গে তাল মিলিয়ে গল্প জমায়।
ওদের কি আর দেখার মত
চোখ আছে ছাই?
থাকলে পরে সাদা পাতায়
আছড়ে এসে পড়ত সবাই।
'ওরাই পাজি ' গাল দিই আর
আক্রোশেতে কলম চিবাই।
খানিক বাদে চেয়ে দেখি
রয়েছে পড়ে সাদা পাতাই।।