জীবনের সায়াহ্নে_
গভীর নীলিমার নীচে_
ক্লান্ত অবসন্ন দেহটাকে
এলিয়ে দিয়ে
যখন লাভ ক্ষতির
করবে হিসেব_
শুধু পাবে শূন্য অথবা ধার।
বারবার করবে
আবার সেই একই উত্তর।
অনুশোচনায় কাটবে দিন।
ভাববে কি পেলাম জীবনে!
দুঃখের দিন গুলো
গভীর ক্ষতের মত দগদগে হয়ে
বারবার জ্বালা দেবে।
তখন কি তুমি ভুলে যাবে
মধুময় জীবনের দিনগুলো?
সেই সে শীতের সকালের
ঘোলাটে সূর্য,
গ্রীষ্মের কোনো এক
পূর্ণিমার রাতে_
তোমার প্রেয়সী যখন
দাঁড়াতো এসে তোমার শিয়রে।
কোনো মূল্যই নেই
সেই মুহূর্তের?
হিসেবের খাতায় লিখেছ কি তা?
কোন অসতর্ক মুহূর্তে
হারিয়ে ফেলেছ সেই সব।
সেই ভাল লাগা শিহরণ,
সেই প্রাণভরা প্রেমের দান।
এই মোহময় পৃথিবীতে
এসেছিলে সুখের সন্ধানে।
বিষাদের দিনগুলো সযত্নে
লিখে রেখেছ খেরো খাতায়।
আর বারবার মেলাতে চেয়েছ
কেন এসেছিলাম, কি পেলাম।
শুধু সেই উজ্জ্বল দিনগুলো
অবহেলায়, অনাদরে
ফেলে দিয়েছো
পৃথিবী নামক বৃহৎ নোংরা
একটা 'ডাস্টবিনে'।