তখন বৃষ্টি নামলো।
বন্ধ জানলার শার্শিতে রাশি রাশি
জলকনা_
নিঃশব্দে গড়ালো সরীসৃপের মতো।
অস্পষ্ট ধোঁয়াটে কাঁচের ওপারে_
আমার স্বপ্ন।
রাত নিঝুম যত,
বৃষ্টির শব্দ চাপা কান্নার সঙ্গে
ওতপ্রোত।
রাতের দীর্ঘায়ু কামনা করার
বিন্দুমাত্র ইচ্ছে নেই।
তবুও... যদি থামে।
দূর থেকে ছুটে আসা
প্রতিবন্ধকতা কাটিয়ে।
আশা থেকে আশান্তর।
দেখব তোমার তন্বী হয়ে ওঠার
গল্প, কয়েক পলে।
দেখব রং বদলের ছবি।
রাত দীর্ঘ হয় হোক।
অপেক্ষাই সুন্দরকে সুন্দরতর করে।
ভোর তো আসবেই...
প্রথম আলোয় দেখব তোমায়।
দেখব তোমার নীল-লাল-হলুদে রাঙানো
উন্নত শির।
দেখব তোমার অহংকার।
রাতের মত দীর্ঘ আমার আশা।
আচ্ছন্ন চোখ দুটোতে তন্দ্রা এল কি?
শেষ রাত আর ঊষার সন্ধিক্ষণে
হঠাৎ বিস্ফারিত মুদ্রিত নয়ন।
এসে দাঁড়াই বারান্দায়।
পূর্ব থেকে উত্তরে...
তেরচা আলোর ফলা ঠিকরে পড়ল
তোমার মুকুটে।
একটু একটু করে প্রকাশিত হল
তোমার অবয়ব, তোমার ঔদ্ধত্য,
তোমার সোনার বরন।
তুমি যে আমার আদরের।
তুমি অহংকারী কাঞ্চনজঙ্ঘা।