কোপাই নদীর ভাঙা তীরে
থির্ থির্ কাঁপে সোনাঝুরি।
মাটির গন্ধ মাখা হাট বসে
খোয়াই জুড়ে, প্রতি শনিবারে।
আসে একতারা, মাদল, ঘুঙুর।
বাউল মন নেচে ওঠে
রাঙা মাটির ধূলোয়।
মেঠো সুরে মুখরিত হয়
খোয়াই এর আকাশ বাতাস।
কোথাও একটানা সাঁওতালি গানে
আবেশ আনে।
মাদকতা ছড়ায়
সারিবদ্ধ সাঁওতালি কোমরের ঠমকে।
এখানে নেই কলের গানের
কলরব।
নেই বিজলি বাতির ছটা।
লাল মাটির শিল্পীরা
পসরা সাজায় পরম আদরে।
পুঁতির মালা, কাঠের বালা,
বাটিক চাদর, সোনাঝুরি
কাঠের সৌখিন সামগ্রী।
সঙ্গে ভালবাসা মাখা
মাটির প্রাণ, মাটির মন।
পড়ন্ত বিকেলে খালি হতে থাকে
জমজমাট হাট।
অপরাহ্ন গড়ায় ক্রমে
সাঁঝের তিমিরে।
সোনাঝুরির গন্ধ মেখে
একলা খোয়াই পড়ে থাকে
নির্জন অন্ধকারে।