তুমি সীমান্ত সৈনিক।
তোমার দৃষ্টি শকুনের মত তীক্ষ্ণ।
আমাকে তুমি যেতে দিলে না
ওপারে।
জানি না ওপারে কি ছিল।
তবু বড় সাধ ছিল দেখার।
হাতছানি দিয়ে ডাকল যে আমায়।
তবু তুমি যেতে দিলে না।
এখন আমার গলিত শবদেহ
ঘিরে ঘেয়ো মাছিদের
ভনভনে প্রেমালাপ ।
কুকুরগুলোর ব্রেকফাস্টের
আয়োজন।
তোমার দৃষ্টি স্থির, নিবদ্ধ।
ক্ষণিকের জন্য হয়ত
ক'ফোঁটা চোখের জল।
আবার ব্যস্ত তুমি
দ্বিতীয় জনকে বাধা দিতে।
তোমার স্থান তবু স্থির।
তুমি যে সীমান্ত সৈনিক!