সূর্য যখন মধ্যগগনে,
প্রেম এসেছিল গোপনে।
শুষ্ক হৃদয় হ'ল উচাটন,
সিক্ত হ'ল মরুভূমি-মন।
বসন্ত বাতাস বলে গেল  কানে,
দ্বিধা সংশয় কেন এতো মনে?
সকল প্রেমই শুদ্ধ জেনো।
কাঙ্খিত প্রেমে আঘাত না হেনো।
নীরব প্রেমের অনুভব খানি,
হৃদয় মাঝে থাকুক এমনই।