পথ চলতে চলতে একদিন
তেপান্তরের মাঝ মাঠে দেখা
আমারই সঙ্গে__একা।
গাছপালাহীন ধূ ধূ প্রান্তরে,
সূর্য তার সবটুকু রোদ
নিংড়ে দিয়েছে__তখন।


কথা বলতে বলতে একদিন
টেলিফোনটার এ প্রান্তে শুধু
রিসিভার হাতে আমি__একা।
শেষ কথা হয়ে গেছে বলা,
ওপারের লাইনটা তাই
কেটে গেছে__কখন।


লিখতে লিখতে একদিন
উপন্যাসের শেষ পৃষ্ঠায় পৌঁছে
বিরহিনী নায়িকার মত__একা।
শেষ না হওয়া চিঠির উত্তর তাই
দেয়নি ডাক পিওন
সে আসে__যখন।