অনেকবার হারিয়ে গেছি আমি।
কখনো ইচ্ছে করে
কখনো বা ঘটনাচক্রে,
কখনো নির্মল আকাশের
উজ্জ্বল নীলিমায়।
কখনো বা ঘন কালো মেঘের
ঘনঘটায়।
কিংবা শান্ত দীঘির সবুজ জলে।
অথবা ভীষণ উদ্দাম
সমুদ্র তরঙ্গে।
তবে কখন, কেন, কোথায়
হারিয়েছি, তার হিসাব রাখিনি।
আসলে হারাতে আমার ভাল লাগে।
একদিন হারিয়ে গিয়ে
এক পথিককে আমি শুধিয়েছিলাম
''বলতো আমি কে? ''
সে অবাক বিস্ময়ে বলেছিল
''তার আমি কি জানি! ''
তারপর হনহন করে কোথায়
হারিয়ে গেল। অথবা আমি।
কান্না পেল আমার।
তবে কি আমি সাথীহারা?
আর একদিন ভীড়ের মধ্যে হারিয়ে
খুঁজে পেয়েছিলাম
অনেক হারানো মানুষজন।
কিন্তু এত ব্যস্ত তখন,_
প্রশ্ন করার আগেই আবার
একলা হয়ে গেলাম।
তুমি ভাবছ_
বেশ গপ্পো ফেঁদেছি আমি।
একবার হারাই, আবার হারাই।
এভাবেই কাটাব নাকি?..
সত্যি বলছি
তুমি নিজেকে প্রশ্ন করে দেখো_
তুমিও একটি
হারানো মানুষ।