মাঝরাতে
সিংহদূয়ারের মত
বন্ধ চোখের পাতা
অজান্তে খুলে গেল কখন।
নীরবে উঠে এলাম বাতায়নে_
স্বপ্নালু চোখে তাকালাম
আকাশের দিকে।
সপ্তর্ষি তখন শেষ রাতের ক্রীড়ায়
আবিষ্ট।
ক্লান্ত তনু এলিয়ে দিয়েছে
পশ্চিমের কোলে।
ধ্রুবতারা ম্লান হেসে জানাচ্ছে
তার সম্মতি।
সন্ধের উর্বশী তারারা,
সবাই চলেছে পশ্চিমে।
পূবের আসন্ন সূর্যের
তীক্ষ্ণ রশ্মিতে
ওরা বুঝি বিরক্ত।
সাক্ষী ধ্রুবতারা হাসছিল
আমার রঙ্গ দেখে।
ইশারায় বলল_
''দ্বন্দ্ব কাটিয়ে ওঠো, বন্ধু।
যেটা  বাস্তব, সেটাই  সত্য।
তুমি জিতেছো। ''