সব কেমন হয়ে গেল।
এলোমেলো, ভাঙাচোরা,
নিঃশব্দে অথচ তাড়াতাড়ি।
উষ্ণ দুপুরে চলন্ত ট্রামে,
হাত থেকে চুঁয়ে পড়া ঘামে,
প্রতিবাদহীন বসে থাকা
ক্লান্ত মুখ।
যুদ্ধ__!
ভীষণ জীবন-যুদ্ধের
মুখোমুখি দাঁড়িয়ে
মন খোঁজে বুঝি
কোন্ আহাম্মক!
ফেরার পথে কাঁধগুলোর
ফাঁক দিয়ে আকাশের
চোখাচোখি হ'ল।
বিশ্রী অস্বাভাবিক দাগ বুঝি
চাঁদে__!
ভালবাসা পায় কলঙ্ক।
কেড়েকুড়ে খোঁজে
বাঁচার অধিকার!