জীবনের এক ভাঙা খেলাঘরের চৌকাঠে
মুখ থুবড়ে পড়ে আছে
আমার বার্ধক্য।
বাসনা কামনার ছেঁড়া জালে
অজস্র মাকড়সার আনাগোনা।
লিকলিকে আটটা পায়ের
মোটা পেটটা
ক্রমশ বড় থেকে ছোট হয়।
আবার ছোট থেকে বড়।
আমার ফ্যাকাশে চোখের
শিরা ফেটে রক্ত ঝরে।
তবু আমি অন্ধ হই না_
আমি দেখতে পাই_
আমার ভাঙ্গা ঘরের
আনাচে কানাচে
ওদের জাল বোনার ব্যস্ততা।
আর চৌকাঠে আমার বার্ধক্য!