আড়মোড়া ভেঙে ঘুম থেকে
উঠে পড়ল কিশোরী।
দুঃস্বপ্নের রাত কেটে গেছে।
সুখস্বপ্নে আপ্লুত, ক্লান্ত।
ভোরের সূর্যকে সাক্ষী রেখে
অঙ্গীকার করল_
নিষ্কলুষ থাকার।
বিছানা ছেড়ে উঠে ঝলমলে
পরিচ্ছন্ন পোষাকটি পরলো।
কলঙ্কিত মনকে আড়াল করার
কি অদ্ভুত প্রচেষ্টা!
তবু শুরু করতে হবে এভাবেই।
পুরোনোকে ভুলে যেতে হবে।
স্বাগত নববর্ষ।
ভোরের আলোর মত
পাপহীন হয়ে শুরু হোক
তোমার চলার পথ।
জানি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
বাতাস হবে উত্তপ্ত, ক্লেদাক্ত।
রাতের অন্ধকারে ভূমিষ্ঠ হবে
যত অনাচার।
তবু ভোর আসবেই
প্রতিটি নববর্ষের
সূচনায়।