অরণ্যের এলোমেলো, ঘেঁষাঘেঁষি
গাছগুলো, আলোকে দেয় না
একটু পথ করে।
চঞ্চলমতি বাতাস হাতড়ে হাতড়ে
ফোঁকর খোঁজে...
উদাসী মেঘ তখন ডানা মেলে
উড়ে গেল বান্ধবীর
অভিসার কুঞ্জে।
অরণ্যের অন্ধ মন তৃষিত নয়নে
চেয়ে থাকে অন্ধকারে,
একটা রঙিন চিঠির নেশায়....
যেটা দমকা হাওয়ার দাপটে
রক্তরাঙা।
যেটা চিৎকার করে বলতে গিয়ে
রুদ্ধ হয় নিস্তব্ধ অনুরণনে...
' আমাকে পৌঁছে দাও আমার ঠিকানায়।'