প্রেমের আকার জলের মতন।
আধার যেমন ভরবে তেমন।
প্রেমের কোনো অন্ত তো নাই।
যার যেমন সে বিলোয় তাই।
মুক্ত প্রেমের নেই যে শরম।
ভাগ বসালে হয় না তো কম।
প্রেমও আছে পথের ধূলায়।
শুধু কুড়োতেই জানতে যে হয়।
নিষিদ্ধ প্রেম ফুলের মতন।
স্বচ্ছ মনের সোহাগ যেমন।