শুয়ে ছিল পঙ্কিল পথ,
একাকী হতাশ।
ধূম্র জটাজালে ঘেরা
উদার আকাশ,
ভীষণ করাল বিজলী
অট্টহাস্যে ধায়।
ধূলি ধূসরিত বাতাসে
বিবেক দংশায়!

এ কি ঝড়ের পূর্বাভাস?
না কি আশ্বাস,
নব ধারাপাতে স্নাত হতে
যত দীর্ঘশ্বাস!

চকিত চমকে বিশ্বাস
অন্ধকূপের যত,
দ্বন্দ্বের বিলাসিতায়
ভাঙে অবিরত!

কর্দম-নরকে ভাসে ফুলেল সুবাস!!!