ক্লান্ত পথিক আমি__
দিনের শেষে,
জীর্ণ বেশে,
তোমার ছায়ায় থামি।
নয়ন মুদে ছিলে তুমি মৌনী,
প্রাচীন তরু ওগো,
দেখতে পেলে নাগো,
এসেছে এক নিঃস্ব পূজারিনী।
অশ্রুজলে ভেজা বনফুলে,
ভরিয়ে প্রেমের ডালি,
করুণ অঞ্জলি
দিয়েছে সে তোমার হৃদিমূলে।
ওগো আমার পূজা নিও।
সুখটা তোমার,
দুখ্ টা  আমার,
ঐ প্রসাদটুকু দিও।