যখন রাত নিঝুম,
ঘুমায় ঘর,
ঘুমায় পথ,
ঘুমায় বালুচর।
তুমি শুধু একইভাবে,
জেগে হাসো,
জেগে কাঁদো,
কল্লোলে মুখর।


আমি জাগি তোমার সাথে,
করি অনুভব,
অতল মনের
ব্যথার কলরব।
তোমার শুভ্র ঢেউয়ের হাসি
আমার ব্যাথায়
প্রলেপ আনে,
মন পায় বৈভব।