ও বারবধু....
সাজ যদি তোর নিত্যসঙ্গী,
সাজ রেখে তবে লাজ কেন আজ
মধুর এ সাঁঝ বেলায়।
সময় যে আজ কাটছে হেলায়।
দিন হলো শেষ, রাত বয়ে যায়।
অবগুণ্ঠন করে উন্মুক
আরশিতে চেয়ে দেখো চাঁদ মুখ।
চাঁদ কলঙ্কী
তবু সুন্দর।
উঠে এসে বঁধু জলসাঘরে
ঘুঙুর শব্দে করো মাতোয়ারা,
পানপাত্রে ঢেলে দাও সুরা।
সুর পিয়াসীর অনুরোধে শুধু
ওঠো, মুখ তোলো বঁধু।