ব্যক্তিত্বহীন সমাজ যখন,
কেড়ে নেয় কাঙ্খিত সুখ,
চোখের তীব্র জলোচ্ছ্বাস
বিক্ষত করে অস্তিত্ব মুখ।


মাথা চাড়া দিয়ে ওঠা অহং,
সুখ ঢাকে গরল নিঃশ্বাসে।
অন্ধকার অমানিশায় মন,
কাঁদে নির্জন ভুল বিশ্বাসে।


সঙ্গীতের বিস্তার নাচে,
যৌবনের মরু সাগরে।
শ্যাওলা অতীত নামে,
আসন্ন স্থুল দেহান্তরে।


সাজে বাসর যাত্রাপথের,
যুক্তিবিহীন মুক্তিসুখের।