কুসুমকলি কেঁদেছিল বনে......
তারা খসার শব্দে শিহরণ।
মালা ডোর, রং-তুলি খেলাঘর,
তুচ্ছ সেসব.....
বজ্র বাহুবন্ধনে বিম্বিত আদর,
শাশ্বত।


সেতারের তীব্র ঝংকারে ছিন্ন ঘুম
ইঙ্গিত দেয় 'নষ্টচন্দ্রের'।
মেঘভাঙা বৃষ্টিতে প্রতারিত ওষ্ঠ
নিষিক্ত,  নাগের বিষ চুম্বনে।


তবু বাঁচে কুসুমকলি,
কাঁদে বন-সাহারায়....
সম্পৃক্ত বর্তমানে।