সে অনেক দিনের কথা.....
ঘুমিয়ে ছিলাম আমি।
কে যেন দিল হাতছানি,
ওঠো, জাগো, হয়েছে সময়।
মনে পড়ে গেল সব যেন,
মনে কি ছিল বাসনা কোনো?


এক অপার্থিব প্রেম,
খুঁজে ছিলাম প্রতিটি লোকে।
পাইনি কোথাও।
অথচ জানি,
সে প্রেমের কণি পায় যদি কেউ,
কোনো দিন হারাবে না সে
জীবন মরণের আস্বাদ।
চিরন্তন এই ব্রহ্মাণ্ড লোকে
সে বেঁচে থাকবে
এক অপূর্ব প্রেমের আচ্ছাদনে।


কোনো দেবপ্রেম নয়,
নয় কোনো প্রকৃতি প্রেম।
মানুষে মানুষে প্রেম,
জীবনে জীবনকে চাওয়া।
এবং সে পাওয়ায়
কোনো স্বার্থ নেই।
নেই কোনো লালসা।
অথচ কাছাকাছি, পাশাপাশি,
একে অপরের পরিপূরক।


হেসে বলে ছিল সবাই
পাগল আমি। হয় না কি তা!
হাসুক ওরা,
তবু পেলাম একজনকে
আপন করে।
ভালবেসে ফেলেছি
দোষ গুণ ক্ষমা করে।
সাধনা আমার অটুট,
দেখি জিততে পারি কিনা।
দিতে পারি কিনা
এই জীর্ণ পৃথিবীটাকে
এক অনন্ত জীবন প্রেমের
সন্ধান!