ইচ্ছে করে ফের ফিরে যাই ,
ছোট্ট বেলার সে মনটাতে।
সত্যি বলছি, গল্প নয় গো,
সুখ ছিল সেই দিনপাতে।


রাক্ষসীর সুদূর দেশে,
সাত সমুদ্দুরের পারে,
বন্দিনী এক রাজকন্যা
ঘুমিয়ে ছিল ঘুম ঘোরে।
টগবগিয়ে ছুটিয়ে ঘোড়া,
রাজার কুমার সেথা এসে,
সোনার কাঠি ছুঁইয়ে দিল,
রাজ দুলালি ভালোবেসে।


নেই-রাজ্যের গল্প তো নয়,
সত্যি ছিল সেসব ততো...
হাওয়ায় ভেসে পৌঁছে যেতাম
দূর দেশেতে ইচ্ছে মতো!


নিত্যি নতুন আরোও ছিলো
ঠাকুরমার পুরনো ঝুলি।
এবং ছিল...ফড়িং, পাখি,
প্রজাপতি বা ফুল-কলি।


"ফিরে যাবি? সেই সে দিনে?"
কেউ বলে না এখন এসে।
ইচ্ছেগুলো খুঁজে বেড়াই,
শুধুই হারাই নিরুদ্দেশে।