গানের সুরে
পেয়েছিলাম তাকে __
সে যে বিচ্ছিরি এক তারা!
ভর সন্ধ্যে বেলায়
নামতো সে চিলেকোঠায়।
খেলতো আমার সাথে।


আর তো
পাইনা খুঁজে তাকে।
কোথায় যেন হারিয়ে গেছে
হলুদ পাখির মতো।
সে আসবে কি আর ফিরে,
যখন সন্ধ্যা নামে নীড়ে।


সে যে আমার
বড্ড কাছের 'ভালবাসা'!
ভুলিয়ে দিতো আমার যত
আগোছালো ব্যথা।
তবু বিরহে সে আনমনা,
বিচ্ছিরি একজন!