আঁধার নেমে এসে
ঢেকে দেয় ছায়ার চঞ্চলতা।
ঘুম রাত জেগে থাকে
পেলব শিহরণে!
থাক্ না...
মরুভূমির তপ্ত বালুঝড়,
তীক্ষ্ণ শলাকা বিঁধিয়ে যায়
গ্রন্থিতে গ্রন্থিতে।
কি যে সুখ পায়....!
বৃথাই শান্তির খোঁজ,
মরীচিকায় ।


ঈশান কোনে মেঘ জমে।
উষ্ণতায় শুকায়
খাল-বিল, অন্তর আত্মা!
নভো সুখে উর্ধ্বপানে
মুখ তুলে চাতক!
জল দাও জল দাও...


নগ্ন পায়ে আলপথে
কিশোরীর সবুজ হিল্লোল।
ধানের শিষের সুচারু সুচাগ্র!
পঙ্গপালের শষ্য লোভে
ঘন কালো আকাশ
থমথমে....
চিৎকার চাপা পড়ে দাবানলে।
আত্মগ্লানি!!!
সবুজ মনের সমাধি...


ধ্রুবতারা বলে যায়,
"সব সত্যি"__
শুধু বিচারের অপেক্ষায়
আদালত!!