এক পা এক পা চলতে চলতে,
সময় কখন হারিয়ে যায়,
বুঝি না!
হন্যে হয়ে হাতড়ে বেড়াই ।
সময়ের কি সময় আছে দাঁড়াবার!
বীণায় পড়েছে ধূলো,
তারে মরচে....
মুক্তির সুর বাজে না আর।
পঙ্গু মন আর পারে না
তাল মেলাতে সময়ের সুরে।


সবাই বলে, 'সময়ই সবচেয়ে বড়
উপদেষ্টা.....'
সময়ই মুছে দেয় অভিমান।
কালের পথ বেয়ে কষ্টের প্রলেপ।
সুখের সময় হেঁটে যায় দ্রুত।
দেখিনা তার মুখ!


স্থবির পা চলতে পারে না আর,
সময়ের স্রোতে ভেসে।
সময়, তুমি কোথায়?
মুচকি হেসে সে হাতে রাখে হাত ..
তার টানে আমি পিছলে যাই ,
পাইনা নাগাল।
হারিয়ে যায় সে,
অনেক দূরের পথে!!